logo

অনিয়মের অভিযোগে নরসিংদীর ১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

নিজস্ব প্রতিবেদক

Published:07 Jan 2024, 11:44 AM

অনিয়মের অভিযোগে নরসিংদীর ১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল


জালভোটসহ অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেয়া ছিল। এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

আজ রোববার সকাল ৮টার ভোটগ্রহণ শুরুর পরপরই ভোটগ্রহণ স্থগিত হয়।

 

 



© দিন পরিবর্তন