logo

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল ক্লিনিক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি

Published:06 Mar 2024, 03:55 PM

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল ক্লিনিক কর্তৃপক্ষ


প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বীরগঞ্জ উপজেলার পৌর শহরের পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার সকালে অভিযান পরিচালনা শুরু করেন পৌর শহরের সেন্টার পাড়ায় পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন করা এবং পর্যাপ্ত নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন। প্রাইভেট হাসপাতালকে ১ মাসের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। এরপর উপজেলা গেট সংলগ্ন মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ টের পেয়ে রোগীকে ক্লিনিকের কক্ষে রেখেই তালা মেরে দেন।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করার সময় তালাবন্ধ অবস্থায় ১জন রোগীকে দেখতে পান। তাৎক্ষণিক ওই রোগীকে ৫০ শয্যা বিশিষ্ট বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রেফার করেন। রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস মোঃ নোমান ইসলাম নিরব কে না রেখেই, তার নাম দেখিয়ে হাসপাতাল পরিচালনা করছেন। লাইসেন্সবিহীন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন করা, পর্যাপ্ত নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করে। অনির্দিষ্টকালের জন্য মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে, সকল শর্ত পূরণ করে চালু করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ মহসীন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

 



© দিন পরিবর্তন