logo

বেলাব প্রেস ক্লাবের সভাপতি নিলু, সম্পাদক আমিনুল

নিজস্ব প্রতিবেদক

Published:27 Dec 2023, 07:05 PM

বেলাব প্রেস ক্লাবের সভাপতি নিলু, সম্পাদক আমিনুল


নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন হলরুমে আহ্বায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি পদে আজকের বসুন্ধরার নিজস্ব প্রতিবেদক মোশারফ হোসেন নিলু এবং সাধারণ সম্পদক পদে মাই টিভির বেলাব উপজেলা প্রতিনিধি মো.আমিনুল হক জয়লাভ করেন।

নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শেষমেশ দুটি পদে ভোটের লড়াই হয়। অন্যদিকে সিনিয়র সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময়ের প্রতিনিধি ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আলমগীর পাঠান স্ব স্ব পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২২ জনের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহসভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় সাহা প্রমুখ।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।



© দিন পরিবর্তন