আল সাদি,গাজীপুর :
বিশ্ব ইজতেমার মাঠে আখেরী মোনাজাতের তিন দিন পর বাতাসে ভাসছে ময়লার দুর্গন্ধ। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায় ময়দান জুড়ে ছড়িয়ে ছিটেয়ে পড়ে আছে পলিথিনের স্তূপ।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের মাঠে আশপাশে ময়লা আবর্জনার পঁচা দুগর্ন্ধ বের হচ্ছে। ১০ থেকে ১২ লাখ মুসল্লীর ব্যবহৃত পঁচা বাসি খাবারের দুর্গন্ধ , হাজারো পলিথিন বাতাসেও উড়ছে।জনস্বাস্থ্যের জন্য এক ভীতিকর অবস্থা তৈরী হয়েছে। পরশুদিন সোমবারেও ময়লা পরিস্কারের জন্য পরিচ্ছন্নতা কর্মী পাঠাতে পারেনি সিটি কর্পোরেশন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর জেলা প্রশাসকের কাছে মাঠ হস্তান্তর করেছি। জেলা প্রশাসকের বরাত দিয়ে তিনি বলেন, মাঠ কবে খোলবে, কে আবারো দায়িত্ব পালন করবে এসব জেলা প্রশাসক সিদ্ধান্ত নিবেন।
ইজতেমা মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ। শত শত বাঁশের খুটি। খুটির রশিতে ঝুলে আছে পাটের চট। খিত্তার আশপাশে ময়লা।রাস্তার দুই পাশে অসংখ্য স্থানে পঁচা-বাসি খাবারের স্তুপ।এসব স্তুপ থেকে বের হচ্ছে দুর্গন্ধ।অসহনীয় এই পঁচা গন্ধ ছড়িয়ে গেছে ১৬০ একর ময়দান ও তাঁর আশপাশ।
ইজতেমার আয়োজন কমিটি জানায়, এবার ইজতেমায় আখেরী মোনাজাতে ১০ থেকে ১২ লক্ষ মুসল্লী জমায়েত হয়েছিলো। ১ম পর্বে ৭২ টি দেশ থেকে ৮ হাজার এবং ২য় পর্বে ৬৫ দেশের ৯২৩১ জন বিদেশি মেহমান অংশগ্রহন করেছে।চলতি মাসের ২থেকে ৪ তারিখ প্রথম পর্ব ও ৯ থেকে ১১ তারিখ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
গত রবিবার বেলা ১১ টা ১৭ মিনিট থেকে ১১:৪৩ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত।
গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা দিন পরিবর্তনকে জানান, বর্জ্য পরিস্কার এখন আমাদের নিয়মিত কাজের অংশ। প্রতিদিন বর্জ্য পরিস্কারের কাজ চলবে। বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তনি বলেন, চাহিদা অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মী দেওয়া হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL