২৯-মার্চ-২০২৪
২৯-মার্চ-২০২৪
Logo
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৮-২৯ ১৮:০৮:২৭
...

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো ভারত।  রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা।  প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাবর আজমের পাকিস্তান।  

জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কোহলিরা।  দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন রাবিন্দ্র জাদেজা।  অন্যদিকে ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। 

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত।  অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল।  কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)। এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হলেও ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে যান দুজনই।  তবে সে ধারাবাহিকতা বেশিক্ষন ধরে রাখতে পারেননি তারা।  মোহাম্মদ নেওয়াজের বলে ধরাশায়ী হোন দুজনই।  আউট হওয়ার আগে ১৮ বলে ১২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।  অন্যদিকে ৩৪ বলে ৩৫ রান করে সাজ ঘরে ফেরেন ভিরাট কোহলি।  তার আউটের পর মাঠে নামেন সূর্যকুমার যাদব।  ১৮ বলে ১৮ রান করে নাসিম শাহর বলে আউট হন তিনি। সূ র্যকুমারের আগে ব্যাট করতে নামা জাদেজার করা ২৯ বলে ৩৫ রান ও হার্দীক পান্ডিয়ার করা ১৭ বলে ৩৩ রানের উপর ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

পাকিস্তানের পক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ।  ২৭ রানে ২ উইকেট নেন নাসিম শাহ।  

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বরের তোপ টের পায় পাকিস্তানি দুই ওপেনার।  ওই ওভারে মোহাম্মদ রিজওয়ানকে দেখতে হয় দুবার রিভিউ।  ভুবনেশ্বরের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে বাবর আজম বিদায় নেন ১০ (৯) রান করে।  ফখর জামানকে বিদায় করেন আভেষ খান।  ইফতিখার আহমেদকে ২ রানে ফেরান হার্দিক পান্ডিয়া।  একপাশ আগলে রাখা মোহাম্মদ রিজওয়ান ৪৩ (৪২) রানে বিদায় করেন পান্ডিয়া।  এরপর পাকিস্তানের ব্যাটাররা পেরে উঠতে পারেনি ভারতীয় বোলারদের সামনে।  শেষ দিকে শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ এবং হারিস রউফের ৭ বলে ১৩ রানে লড়াইয়ের পুঁজি পায়। 

ভারতের পক্ষে ২৬ রানে ৪ উইকেট নেন ভুবনেশ্বর।  ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।  ২টি উইকেট নেন অর্শদিপ সিং ও ১ উইকেট নেন আভেষ খান।