‘ফ্যাটি লিভার ডিজিজ’ রোগটির কথা আজকাল হরহামেশা শোনা যায়। সোজা করে বললে, লিভার বা যকৃতে মাত্রাতিরিক্ত ফ্যাট জমা-ই এই রোগের মূল কথা। কেন হয় এটি? উপসর্গ কী? ‘ফ্যাটি লিভার ডিজিজ’ রোগটি মোটেও সহজ নয়। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ‘ফ্যাটি লিভার ডিজিজের’ মধ্যে যেমন ‘সিম্পল ফ্যাট’ জমে ওঠা সংক্রান্ত সমস্যা থাকে, তেমনই থাকতে পারে ‘লিভার সিরোসিস’, ‘লিভার ক্যানসারের’ মতো রোগও। ডাক্তাররা অবশ্য জানাচ্ছেন, বহু সময়ই এই ধরনে ....