নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পাট যখন দেশের সোনালি আঁশ তখন এই সোনালি আঁশই এখন গলার ফাঁস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকদের। কেননা গেলো বছর পাটের দাম ভালো পেলেও চলতি মৌসুমের চিত্র ভিন্ন। পাট চাষে একদিকে যেমন বেড়েছে উৎপাদন খরচ অপরদিকে দর কমায় হতাশ কৃষক ও ব্যবসায়ীরা। লোকসান হওয়ায় পরবর্তীতে পাট চাষে আগ্রহ কমছে কৃষকদের। ব্যবসায়ীরা বলছেন কারখানার মালিক পক্ষের সিন্ডিকেটের কারণে এ বছর লোকসান গুনতে হচ্ছে তাদেরও। কৃষকরা বলছেন গেলো বছরের তুলনায় এ বছর পাট চাষে উৎপাদন খরচ বাড়লেও কমেছে পাটের দাম। গেলো ম ....