পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ....