সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ শোভার লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এবার ঈদুল আজহার ছুটিতে এ সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। যা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে। গতকাল শুক্রবারও সকাল থেকেই সৈকতে আনন্দে মেতে উঠে লাখো পর্যটক। এ কেন্দ্রটিতে পর্যটক সমাগম শুরু হয় গত ১২ জুলাই থেকে।দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে অগ্রিম বুকিং করা হয়েছিল কুয়াকাটার সব হোটেল-মোটেল। তাই আগে বুকিং না দিয়ে আসা পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এমনকি রুম না পেয়ে ফিরে যাওয়ার মতো বিড়ম্বনায়ও পড়েছেন অনেকে। পর্ ....