১৯-মার্চ-২০২৪
১৯-মার্চ-২০২৪
Logo
খুলনা
...
গম ক্ষেতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা চাষি
শৈলকুপা (ঝিনাইদহ) :ঝিনাইদহের শৈলকুপায় গমক্ষেতে ইঁদুরের আক্রমণে চাষিরা দিশাহারা হয়ে পড়েছেন। নানা পদ্ধতি অবলম্বনেও দমন হচ্ছে না ওইসব ক্ষেতের ইঁদুর। এতে করে লোকসানের মুখে পড়ছেন শতাধিক কৃষক। তারা জানান, উপজেলার কবিরপুর, বারইপাড়া, আউশিয়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের গম খেতে ইঁদুর আক্রমণ করেছে। এক মাস আগে গমের শীষ বের হওয়ার সময় থেকে একটি দুটি করে খেতে ইঁদুর গর্ত তৈরি করে। এখন শত শত গর্তের মাধ্যমে গম খেয়ে ও গাছ কেটে গর্তে নিয়ে যাচ্ছে ইঁদুর। গ্যাস ট্যাবলেট, বিষ প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। দিনে ও রাতের বেলায় গমের গাছ ও দা ....