• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত : ২০২৩-০৯-১২ ১৭:০৪:১৭
photo

এশিয়া কাপে টানা তিন দিন মাঠে ভারত। বৃষ্টির বাগড়ায় পাকিস্তানের সঙ্গে তাদের সুপার ফোরের ম্যাচ শেষ হয়েছে দুইদিনে। রোববার শুরু হয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শেষ হয় লড়াই। তাতে ২২৮ রানের বিশাল জয় পায় রোহিত শর্মার দল। যদিও ১৬ ঘণ্টার মধ্যে আবার মাঠে নামতে হলে তাদের। আজ মঙ্গলবার কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে আগে ব্যাটিং নেয়া ভারত ৮ ওভারে বিনা উইকেটে তুলেছে ৪৪ রান। রোহিত ২৩ ও শুভমান গিল ১৪ রানে ব্যাট করছিলেন।

ক্লান্তি থাকলেও আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নেমেছে ভারত।

সুপার ফোরে ভারত এক ম্যাচ খেলে একটিতে জিতেছে। তারা হারায় পাকিস্তানকে। শ্রীলংকা হারায় বাংলাদেশকে। পাকিস্তান দুই ম্যাচে একটি জিতেছে, হেরেছে অন্যটিকে। বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলংকা ও শুক্রবার ভারত-বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে নির্ধারণ হবে, কোন দুই দল উঠবে ষোড়শ এশিয়া কাপের ফাইনালে। 

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com