১৭-সেপ্টেম্বর-২০২৪
১৭-সেপ্টেম্বর-২০২৪
Logo
জাতীয়

বাড়তি নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১১-১৬ ১৭:৩৭:১৩
...

নিজস্ব প্রতিবেদক:

 রাজধানীতে ধারাবাহিক অবরোধ ককর্মসূচিতে বিভিন্ন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরাসহ ঢাকা জেলার কেরাণীগঞ্জ, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুর সদরসহ বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০। সকাল থেকেই এসকল এলাকায় র‍্যাব ১০ এর বিভিন্ন টিম সড়ক মহাসড়কে টহল দিয়ে আসছে। 

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে তাদের চেকপোষ্ট। ঢাকার প্রবেশমুখ কেরানীগঞ্জ থানা এলাকায় র‍্যাবের অবস্থান চোখে পরার মত। সকাল থেকেই দেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

র‍্যাব ১০এর উপপরিচালক সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে এবং যে কোন সময় আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি করতে না পারে এবং জনজীবন স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১০। 
র‌্যাব-১০ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছে।  

তিনি আরও বলেন, সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।