• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

গোসইরহাটে পানিতে ডুবে শিশু মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২৩-০৭-১৯ ১৩:২৭:০৪
photo

মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খালে ডুবে কাজিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু কাজিন কালিখোলা গ্রামের মাসুম শেখের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, শিশু কাজিন তার বাবার অগোচরে বাড়ি থেকে বের হয়। পায়ের জুতা দেখে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন বাবা মাসুম শেখ। খোজতে খোজতে কিছু দূর গিয়ে দেখেন খালের পানিতে ভাসছে কাজিন।মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সংবাদ পেয়ে শত শত লোক তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। কাজিন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেল ৪টায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

কাজিনের বাবা মাসুম শেখ বলেন, আমার আর কিছুই রইলো না। আমার প্রাণের টুকরা ছেলে মারা গেলো। আল্লাহ আমার ছেলেকে জান্নাত দিও।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, খালের পানিতে  পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com