• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

বালিয়াকান্দিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২৩-০৯-০৭ ১৬:২৫:২৪
photo

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউএনও রফিকুল ইসলামের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ৩নং ওয়ার্ড সদস্য আমিনুর রহমান বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় ৪-৫-৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম ও ৪ নং ওয়ার্ডের সদস্য কাবিল উদ্দিন চেয়াম্যানের নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখেন। 

অভিযোগকারীরা লিখিত অভিযোপত্রে উল্লেখ করেন, বিগত ২০২১-২২ অর্থ বছরে অতি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২৬ লক্ষ টাকা ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দকৃত টাকার ৮৫ শতাংশই ব্যয় করা হয়নি। প্রকল্প কাজে শ্রমিকদের তালিকা করা হলেও তাদের দিয়ে কাজ না করিয়ে এসব শ্রমিকদের নামে বিকাশ একাউন্ট খুলে সব সিম নিজ জিম্মায় রেখে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

এছাড়া, কর্মসৃজন প্রকল্পে নন-ওয়েজ নামের অর্থ কাজ না করে আত্মসাৎ করা, হাট-বাজার বিক্রির ৫% টাকা, স্থায়ী সম্পদ বিক্রির প্রায় ২০লাখ টাকা ও প্রতি বছর ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বিক্রি বাবদ প্রায় ২০ লাখ টাকা আদায় করা হয়। এসব অর্থের কাজ না করে তা আত্মসাৎ করা হয়। কাবিখা, কাবিটা, টিআর, এবং সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের কাজ সঠিকভাবে না করে অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন সংরক্ষিত আসনের ২ মহিলা ও ৭জন পুরুষ ইউপি সদস্য।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com