• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

বন্ধ হচ্ছে ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত : ২০২৩-০৯-১৪ ১৬:৩৯:৪৮
photo

বর্তমান যুগের বাস্তবতায় মোবাইল ইন্টারনেট এখন কোনো বিলাসী পণ্যসেবা নয়, বরং খাদ্য-বস্ত্র-বাসস্থানের মতো এটিও একটি মৌলিক পরিষেবা হয়ে উঠেছে। অথচ নানা সময় বিভিন্ন ঠুনকো অজুহাত দেখিয়ে সরকার অথবা সেবাদাতা মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুল্যে মোবাইল ইন্টারনেটের দাম বাড়িয়েই চলেছে। 

আর এখন ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি গণবিরোধী সিদ্ধান্ত। তাই এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গ্রাহক সমাবেশে এ দাবি জানায় অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রান্তিক ও স্বল্প আয়ের সাধারণ শ্রেণির গ্রাহকদের ইন্টারনেট সেবার আওতায় আনতে হলে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই স্বল্প সময়ের প্যাকেজগুলো অব্যাহত রাখতে হবে। তাছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তীতে ব্যবহারের সুযোগ অবশ্যই রাখতে হবে।

সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com