১৪-অক্টোবর-২০২৪
১৪-অক্টোবর-২০২৪
Logo
বিনোদন

সরব হচ্ছে প্রেক্ষাগৃহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৯-১৫ ১৯:০৬:৫৮
...

করোনায় স্থবির থাকা চলচ্চিত্রাঙ্গন আবার মুখর হয়ে উঠেছে।  এই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথমেই মুক্তি পায় হাবিবুর রহমান হাবিবের ‘ছিটমহল’।  এরপর দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ইফতেখার শুভর ‘মুখোশ’, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ ও ‘পাপ-পুণ্য’, রুবাইয়াত হোসেনের ‘শিমু’, এমএ রাহিমের ‘শান’, শাহীন সুমনের ‘বিদ্রোহী’, এসএ হক অলীকের ‘গলুই’, অঞ্জন আইচের ‘আগামীকাল’, মোর্তেজা অতাশ জমজমের ‘দিন :  দ্য ডে’, সৈকত নাসেরের ‘সাইকো’, রায়হান রাফীর ‘পরাণ’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মোস্তাফিজুর রহমান মানিকের আশীর্বাদ, শামীম আহমেদ রনীর ‘লাইভ’ প্রভৃতি মুক্তি পায়।  এরমধ্যে ‘শান’ ও ‘গলুই’ সিনেমা দুটি সাফল্য দিয়ে শুরু করে বছরটি।  ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটিও মোটামুটি সফল ছিল।  এরপর সুপারহিট হয় ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায়।  এছাড়া বাদবাকি সিনেমাগুলোর লোকসান কতটা হয়েছে সেটাই গোনার বিষয়।  ‘পরাণ’ ও ‘হাওয়া’ এ বছরের সেরা দুই ছবি।  দুটো সিনেমাতেই স্মরণকালের উপচেপড়া দর্শকের ভিড় লক্ষ্য করা গিয়েছিল সপ্তাহের পর সপ্তাহজুড়ে।  অনেকেই একাধিক বার সিনেমা দুটি দেখেছেন।  অনেক বন্ধ সিনেমা হল খুলে গিয়েছিল সিনেমা দুটো প্রদর্শনীর জন্য।  এভাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘গলুই’, ‘শান’, ‘দিন : দ্য ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’র সাফল্য দেখে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা আবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রে সুদিনের।  সকলেই একটা আশায় বুক বেঁধে নতুন করে প্রস্তুতিও নিতে শুরু করছিলেন সিনেমা বানানোর।  এমনকি ছোটপর্দার অনেক তরুণ নির্মাতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণাও দিয়ে রেখেছিলেন যে, তারাও সিনেমা বানাবেন।

এখন চলতি মাসের ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।  এদিকে রায়হান রাফী তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে আসছেন আগামী মাসের ২৮ অক্টোবরে।  চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানাচ্ছে, অক্টোবরের ৭ তারিখে মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ এবং এই একই তারিখে মুক্তি দেওয়ার আবেদন জমা পড়েছে ইস্পাহানি আরিফ জাহানের ‘হূদিতা’ সিনেমাটি মুক্তি দিতে।  ১৪ অক্টোবর কণ্ঠশিল্পী এসডি রুবেলের ‘বৃদ্ধাশ্রম’ ও বেলাল সানির ‘ডেঞ্জার জোন’, ২১ এ ‘রাগি’ ও ‘রোহিঙ্গা’ এবং ২৮ এ ‘বান্ধব’ ও ‘পায়ের ছাপ’ সিনেমাগুলো তালিকাভুক্ত আছে মুক্তির জন্য।  ‘মিশন এক্সট্রিম-২’ এর বদলে ফেলা নাম ‘ব্ল্যাক ওয়ার’ও অক্টোবরে মুক্তির কথা রয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক সানি সানোয়ার।   তবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সৌমেন বাবু জানান, তালিকাভুক্ত সিনেমাগুলো বরাদ্দ নেওয়া তারিখ ছেড়ে দিলে সেই তারিখে অন্য সিনেমা মুক্তি পাবে।   প্রসঙ্গত এরমধ্যে কয়টি সিনেমা মুক্তি দেওয়ার কথা বলেও শেষপর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। 

 

এখন সামনে মুক্তি পেতে পারে যে সিনেমাগুলো তার কোন সিনেমা কেমন দর্শক টানতে পারবে সেটা সিনেমার নাম ও পরিচালকের নাম দেখেও বোঝার উপায় নেই।   কারণ এরমধ্যে ‘মনপুরার’ গিয়াস উদ্দিন সেলিমের একাধিক সিনেমা মুক্তি পেলেও সাফল্য দেখেনি। আর নায়ক-নায়িকাদের নামে তো নয়ই।