১৭-সেপ্টেম্বর-২০২৪
১৭-সেপ্টেম্বর-২০২৪
Logo
রাজনীতি

বিএনপি মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ করতে চায়: ফখরুল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১০-২৭ ১৫:১৯:৪৬
...

বিএনপি ২৮ অক্টোবরের মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ করতে চায়। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ সরকার কোনো বাড়াবাড়ি করলে তার দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী দল, তারা নানান ধরনের উসকানি দিচ্ছে। জনবিচ্ছিন্ন হয়ে দলটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট দূর করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মহাসমাবেশ ঘিরে সরকারের দমন-নির্যাতন বেড়েই চলছে। প্রতি রাতে নেতাকর্মীদের বাড়ি-বাড়ি তল্লাশি ও গ্রেফতার করা হচ্ছে। সরকার ভয়াবহ দমন নীতি চালাচ্ছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা হাস্যকর, তামাশা ছাড়া কিছু না।

তিনি আরও বলেন, এই মহাসমাবেশ ঘিরে ৪১৮টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৪ হাজার ২০ জন এবং ১৮ হাজারের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া, ২ হাজার ৯৫ জন আহত হয়েছেন।