• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

আগামীকাল ন্যাপ চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের ১৪তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২৩-০৮-২২ ১২:২৭:৪৭
photo

আগামীকাল ২৩ আগষ্ট, ২০২৩  জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া‘র জেষ্ঠ্যপুত্র, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গাণি স্বপনের ১৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৯ সালের ২৩ আগস্ট মৃত্যু বরণ করেন। 
জননেতা শফিকুল গাণি স্বপনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার বাংলাদেশ ন্যাপ’র বিভিন্ন শাখা কমিটি স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করা হবে।
১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর  রংপুরের  নীলফামারী জেলার সদরে তিনি জন্ম গ্রহন করেন। 

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com