১৪-অক্টোবর-২০২৪
১৪-অক্টোবর-২০২৪
Logo
অন্যান্য

দুশ্চিন্তা থেকে পরিত্রাণের দোয়া

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৩-২৫ ১২:১৭:৫০
...

উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা-হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম। 

অর্থ : আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তাঁর ওপর ভরসা করি এবং তিনি মহা আরশের প্রতিপালক। 

উপকার :  আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়া সাতবার পাঠ করবে আল্লাহ দুশ্চিন্তা দূর করতে যথেষ্ট হবেন। চাই সে অন্তর থেকে পাঠ করুক বা কৃত্রিমভাবে।’ (আবু দাউদ, হাদিস : ৫০৮১)