১৪-অক্টোবর-২০২৪
১৪-অক্টোবর-২০২৪
Logo
অন্যান্য

বিএনপি নেত্রী শাহিদা আকতার রিতা আর নেই

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-০৯-৩০ ২০:০৬:৫৭
...

দিনপরিবর্তন প্রতিনিধি, 

জামালপুর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের কোষাধ্যক্ষ শাহিদা আক্তার রিতা ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০৮ সালে জামালপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে  নির্বাচন করেন।

 দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ জানান, তিনি এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে হোটেল রেডিসনে তিনি ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস, লিভার ও চোখের চিকিৎসার জন্য ভারতে যান। শনিবার রাতে তার লাশ ভারত
থেকে দেশে আসার কথা। সোমবার সকাল ১০টায় দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

শাহিদা আক্তার রিতা জামালপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।