কানাডায় বিক্ষোভের মুখে পেছাতে হলো আর্ট গ্যালারির কর্মসূচী। এই কর্মসূচীতে অংশগ্রহনের কথা ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার টরেন্টোতে অন্টারিও আর্ট গ্যালারিতে একটি বৈঠকে অংশ নেয়ার কথা ছিল ট্রুডো ও মেলোনির। কিন্তু হঠাৎ করেই শুরু হয় বিক্ষোভ। ট্রুডো সরকারের বিরোধী একদল ও ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানকারী এক দল জড়ো হয় গ্যালারির সামনে। এরপরই নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় পুলিশ।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠক না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কতৃপক্ষ। নিরাপত্তা আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় মুখপাত্র।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL