২৯-মার্চ-২০২৪
২৯-মার্চ-২০২৪
Logo
খুলনা

দাকোপে জীবিত হরিণসহ শিকারি আটক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২১-০৩-০৬ ১৬:০৬:৪৫
...

খুলনার দাকোপ উপজেলায় একটি জীবিত হরিণসহ এক যুবক আটক হয়েছেন। যাকে ‘চোরা শিকারি’ বলছে কোস্ট গার্ড। লাউডোব খেয়াঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে। আটক শাকিল সরদার (২৩)  দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ভোজনখালী গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেনেন্ট এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে দাকোপ উপজেলার পশুর নদের লাউডোব খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এই সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড একটি জীবিত হরিণ ও কয়েকটি হরিণ শিকারের ফাঁদসহ শাকিল নামে এক চোরা শিকারীকে আটক করে।

মাজহারুল হক আরও জানান, শাকিলকে শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া হরিণটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়।