১৯-এপ্রিল-২০২৪
১৯-এপ্রিল-২০২৪
Logo
জাতীয়

মিরকাদিম মেয়রের বাসায় বিস্ফোরণ, দগ্ধ ১৩

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-০৭ ০৬:৪৬:২৫
...

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী, ৪ জন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছে। তবে মেয়র অক্ষত রয়েছে। 

মঙ্গলবার রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, মেয়র আব্দুস সালামের স্ত্রী কাননসহ (৪০) তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিন।

স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেয়রের বাসায় দাপ্তরিক কাজে যান ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরা। এ সময় ৪ তলা ভবনের চতুর্থ তালায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন মেয়রের স্ত্রীসহ বেশ কয়েকজন।

তাৎক্ষণিক দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১১ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকী দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।