আল সাদি,গাজীপুর:
গাজীপুরে ব্রয়লার মুরগি দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। এক সপ্তাহ ব্যবধানে ১৬০ টাকা থেকে বিক্রি হচ্ছে ২১০ টাকায়। ব্রয়লার মুরগী দেশের মানুষের বড় একটি অংশের আমিষের চাহিদা পূরণের ‘সহজলভ্য ও সাশ্রয়ী’ উৎস হলেও হঠাৎ করে এর দাম বৃদ্ধি হওয়ায় ক্ষ্দ্ধু ক্রেতারা।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ও গতকাল সোমবার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাচীন বরমী বাজার, গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা ও টংগী বাজারের ব্রয়লার মুরগির দোকান গুলোতে দাম বেড়ে যাওয়ার এ চিত্র দেখা গেছে।
বরমী বাজারের ব্রয়লার মুরগি ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, আজ ১৯০ থেকে ২০০টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সপ্তাহে আগে ১৬০ টাকা কেজি ছিলো। পাইকারদের কাছ থেকে ১৮০টাকা কেজি কিনেছি। পাইকারকে ২টাকা লাভ দেই। যাতায়াত খরচ আমাদের। ঘর ভাড়া, বিদ্যুত-বিল, গতর খাটা সবই আমাদের।
খামারি মোফাজ্জল হোসেন বলেন, চাহিদা অনুযায়ী মুরগির বাচ্চা পাচ্ছিনা। খামারে ১০ হাজার বাচ্চার চাহিদা ছিলো। ২ হাজার দিয়েছে। এসবে বাজারে সংকট হয়। বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজারের দাম উঠা নামা নিয়ে কারসাজি করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হয়।
পাইকারদের দাবি, খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। খাদ্যের দাম ও অনুষঙ্গিক খরচ বেড়ে গেছে। এ ছাড়া সরবরাহেও ঘাটতি আছে।
মুরগি কিনতে আসা রহিমা বেগম দিন পরিবর্তনকে বলেন, 'আইছিলাম মুরগি কিনতে। সামনে পড়ছে আলুর দোকান। ৬০ টাকায় ২ কেজি আলু কিনছি। ব্রয়লার মুরগি কিনতে আসলেও দাম বেশির কারনে কিনতে পারিনি। যাদের অবস্থা ভালো, তারা তো একটু বেশি দাম হলেও কিনতে পারছে। আমরা সীমিত আয়ের মানুষ, যত কষ্ট আমাদের। আমার বাসায় মেহমান আসছে। কী আর করা! এখন বাধ্য হয়ে আলু নিয়ে বাসায় চলে যাচ্ছি।’
রাজেন্দ্রপুর আরপি গেইট মুরগির দোকানে গৃহিণী মারুফা আক্তার বলেন, ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা কেজি। ২ কেজি কিনেছি। এই বাজারে দাম খুব আপ-ডাউন করে। বরমী, কালিয়াকৈর ও কাপাসিয়া একই দামে বিক্রি হচ্ছে।
গাজীপুর নগরীর টংগী এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ’আমাদের টংগী বাজারে ব্রলয়ার মুরগী ২১০ টাকা করে বিক্রি করছে। যার কারনে আমরা সাধারণ ক্রেতারা সমস্যায় পড়েছি।’
জেলা প্রশাসকের বরাত দিয়ে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ জানান, দৈনিক ক্রয় বিক্রয় মূল্য তালিকা অনুযায়ী ব্রয়লার মুরগিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন দিন পরিবর্তনকে বলেন, ‘ব্রয়লার মুরগির দাম এতো বেশি হবে কেন। আমি ব্যবস্থা নিচ্ছি।’
এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা সহকারি পরিচালক শরীফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL