শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে ব্যাপক দুর্নীতি ও সময় মতো কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচা ও আন্দোলন সংস্থা।
বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টার সময় উপজেলার মুক্তি যোদ্ধা চত্বরে হাওর বাঁচা ও আন্দোলন সংস্থা'র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে "হাওর বাচাঁও আন্দোলন,, তাহিরপুর সদর ইউনিয়নের সভাপতি পরিতোষ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নাছরুম (মেম্বার) সাবেক মেম্বার বাবর আলী, স্থানীয় কৃষক ফারুক মিয় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার যোগসাজশে, তাদের পছন্দে প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)গঠন করা হয়েছে। প্রকৃত কৃষক, হাওরের তীরবর্তী কৃষকে বাদ দিয়ে, দূরবর্তী অযোগ্য লোকের মাধ্যমে কমিটি গঠন হয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ে কাজ হওয়ার কথা থাকলেও শুরু হয়নি এখনো বাঁধের কাজ। এর ফলে হাওর পাড়ে কৃষকগণের কষ্টার্জিত ফসলহানী হওয়ার ভয়ে শংকৃত। ফসল রক্ষায়, অনতিবিলম্বে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করা, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ, ঠিকসই মজবুত বাঁধ নির্মাণের জন্য উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মানববন্ধনকারীর নেতারা। অন্য থায় লাগাতার মানববন্ধন চলবে বলে হুশিয়ারী দেন, হাওর বাঁচাও আন্দোলনের নেতারা।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL