২৮-মার্চ-২০২৪
২৮-মার্চ-২০২৪
Logo
স্বাস্থ্য

হোমিওপ্যাথিই এখন প্রধান চিকিৎসা বিজ্ঞান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৯-০৩ ১৭:১১:৩৯
...

উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (উ.হো.মে.ক.হা.) ডিএইচএমএস ২০১৫-১৬ ব্যাচের সনদপত্র ও চিকিৎসক নিবন্ধনপত্র বিতরণ হয়েছে।  আজ শনিবার কলেজ ক্যাম্পাসে চার বছর মেয়াদি ডিএইচএমএস কোর্সের সনদপত্র ও চিকিৎসক নিবন্ধন সনদ বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ডা. মুহাম্মদ আব্দুল আলীম ও কলেজের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ডা. মো. রুকুন উদ্দীনসহ অন্যান্যরা। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় কলেজ অধ্যক্ষ বলেন, হোমিওপ্যাথি এখন আর বিকল্প চিকিৎসা ব্যবস্থা নয়, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এটি এখন প্রধান চিকিৎসা বিজ্ঞান।  অন্যান্য চিকিৎসায় ফেরত রোগীরাও এখন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন।  একাধিক জরিপ দেখা গেছে যে, বাংলাদেশে এখন ২৮ শতাংশ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন।  সহজলভ্য, কম খরচ আর পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ার কারণে অনেকেই চিকিৎসার জন্য হোমিওপ্যাথির ওপর নির্ভর করেন।  একসময় নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে এই চিকিৎসার জনপ্রিয়তা থাকলেও, এখন উচ্চবিত্তরা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আসছেন।  আর বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ডের অধীনে পাস করা এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি তালিকাভুক্ত চিকিৎসক সারাদেশে এ চিকিৎসা দিয়ে আসছেন।