বিশ্বকাপকে সামনে রেখে সবার মনে প্রশ্ন একটাই কোন দল নিবে এবারের বিশ্বকাপ। এমন প্রশ্নে বিভক্ত এখন পুরো ক্রিকেট দুনিয়া। বশেষ আসরে ইংল্যান্ডকে শিরোপা এনে দেয়া অধিনয়াক এউইন মরগান জানালেন বিশ্বকাপে ফেভারিট কোন দল। তার চোখে বিশ্বকাপের এবারের আসরে ফেভারিট ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, এশিয়া কাপের আগেও ভারত ফেভারিট ছিল। এমনকি জসপ্রিত বুমরাহ চোট থেকে সেরে ওঠার আগেও তারা ফেভারিট ছিল। টুর্নামেন্ট শুরুর আগে তারা দারুণ মোমেন্টামও পেয়েছে। অন্য দলগুলোর তুলনায় তাদের প্রস্তুতি বেশ মসৃণভাবে হয়েছে। ....