• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img
image

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার

তিতাস চক্রবর্তী, খুলনা প্রতিনিধি  খুলনায় ডাকাতির মালামালায় সাত ডাকাতকে পুলিশ আটক করেছে।  এদের মধ্যে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি রয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা) প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। সুত্রগুলি জানায়, শুক্রবার দিবাগত জেলার ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গৃহকর্তা আবুল হোসেন সরদারের ছেলে রায়হান সরদার (২৭) এবং মো: সাবাজুল মোল্লা (৪০)কে  অস্ত্রের মুখে জিম্মি রেখে ঘ ....

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com