• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img
image

কালীগঞ্জে গরুচুরির অভিযোগে দুইজন আটক

কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি  : ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশ   ২১ সেপ্টেম্বর রাত ৪ টার দিকে  রঘুনাথপুর এলাকা থেকে গরুচুরির অভিযোগে  দুইজন আটক করেন। এসময় তাদের নিকট থেকে চোরাই কাজে ব্যবহৃত সাতক্ষীরা- ট -১১-০২৪৬ নাম্বারের একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃত আসামীদ্বয়  হলো চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ফার্ম পাড়ার মৃত ইয়াসিন আলীর ছেলে মোহাম্মদ দিলন ও একই জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন।  কালীগঞ্জে  ১১ ই সেপ্টেম্বর গভীর রাতে রায়গ্রাম ইউ ....

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com